স্যামসাং প্রতিনিয়তই আমাদের মাঝে নিত্য নতুন মডেল রিলিজ করে থাকে । স্যামসাং ব্র্যান্ডের ধারাবাহিকতায় মার্কেটে রিলিজ হল স্যামসাং গ্যালাক্সি এফ 22 । এফ সিরিজের মডেল গুলোর মধ্যে এই মডেলটির ভিতর আমরা বিধ্বংসী কিছু পারফরম্যান্স লক্ষ্য করতে পারব । গেমিং পারফরমেন্সের জন্য এই মডেলটিকে ওয়ান অফ দা বেস্ট মোবাইল গুলোর কাতারে রাখা যায় বলে আমার মনে হয় । পারফরম্যান্স অনুযায়ী মোবাইলটির দাম অনেকটাই সাশ্রয়ী । কম খরচে ঠিক কেমন পারফরম্যান্স পাওয়া যাবে ? গেমিং পারফরমেন্সের জন্য মোবাইলটি কি পারফেক্ট ? এক নজরে বিস্তারিত জানা যাক ?
ডিসপ্লে
প্রথম নজরেই দৃষ্টি আকর্ষণ করবে মোবাইলটির ডিসপ্লে লুক । দৃষ্টিনন্দন ডিজাইনের সাথে রয়েছে এমোলেড ক্যাপাসিটিভ টাচস্ক্রিন । এমোলেড টাচ স্ক্রিন ব্যবহার করার সুবিধায় ফোনটিকে যে কোন অ্যাঙ্গেল থেকে টাচ করলেই দ্রুতগতিতে তা কাজ করবে । 6.4 ইঞ্চি আকর্ষণীয় ডিসপ্লে সাইজ এর সাথে থাকছে 94.3 স্কিন বডির রেটিও রেট । 720×1600 রেজুলেশনের সাথে আমরা আরও সুবিধা পাচ্ছি multi-touch এর । ডিসপ্লেতে কালার সাপোর্ট করবে 16 মিলি । ডিসপ্লের ঘনত্বে রয়েছে 274 পিপিআই ডেনসিটি ।
বডি ডিজাইন
মোবাইলটির বডি বিল্ড ডিজাইনে লক্ষ করা যায় গ্লাস ফ্রন্ট, প্লাস্টিক ফ্রেম এবং গ্লাস ব্যাক । বডিটির ডানপাশে ব্যবহার করা হয়েছে পাওয়ার বাটন এবং বাম পাশে ব্যবহার করা হয়েছে সিম কার্ড এবং মেমোরি কার্ড সলোট । মোবাইলটিকে কালো এবং নীল ভিন্ন দুটি কালারে পাওয়া যাবে । মোবাইলটি ওজনে অনেকটাই হালকা মাত্র 209 গ্রাম । 6.30 ইঞ্চি দৈর্ঘ্য, 2.91 ইঞ্চি প্রস্থ এবং 0.37 ইঞ্চি পুরুত্ব বিশিষ্ট এই মডেলটি আকারে অনেকটা স্লিম ।
ক্যামেরা
এই মোবাইলটির ক্যামেরা ডিজাইনে আনা হয়েছে নিউ লুক । কোয়াড ক্যামেরা গুলোকে স্কয়ার ভাবে সাজিয়ে রাখা হয়েছে । ওয়াইড ক্যামেরায় রয়েছে 48 মেগাপিক্সেল , 8 মেগাপিক্সেল এর উপস্থিতি লক্ষ করা যায় আল্ট্রা ওয়াইড ক্যামেরায়, ম্যাক্রো ক্যামেরায় রয়েছে 2 মেগাপিক্সেল এবং ডেপ্ট ক্যামেরায় 2 মেগাপিক্সেল ব্যবহার করা হয়েছে । ক্যামেরা গুলো দিয়ে অল্প আলোতেও এইচডিআর মুডে ছবি তোলা সম্ভব । সেলফি তোলার জন্য ফ্রন্ট ক্যামেরা 13 মেগাপিক্সেলের এর একটি অনন্য আকর্ষণীয় ক্যামেরা রয়েছে । 1080 পিক্সেলে যেকোন ভিডিও ফুল এইচডি মুডে রেকর্ডিং এর পাশাপাশি দেখা যাবে । আলোর জন্য প্রাইমারি ক্যামেরার সাথে যুক্ত করা হয়েছে এইচডিআর পানোরামা এলইডি ফ্ল্যাশ লাইট ।
স্টোরেজ
এই মোবাইলটির স্টোরেজের দিকে লক্ষ্য করলে আমরা দেখতে পারি ইন্টার্নাল মেমোরিতে 4 /6 জিবি রেম এর পাশাপাশি ব্যবহার করা হয়েছে 64/128 জিবি রোম ।ওটিজ ক্যাবল এর সুবিধা ব্যবহার করে প্রয়োজনমতো রেম এবং রোম বাড়িয়ে নেওয়া যাবে । দামের সাথে মিল রেখেই মোবাইলটিতে স্টোরেজের ব্যবহার করা হয়েছে ।
অপারেটিং সিস্টেম
এন্ড্রয়েড ভার্সন 11 এর আওতাভুক্ত রাখা হয়েছে এই মডেলটিকে । মিডিয়াটেক হেলিও মডেলের চিপসেটের সাথেে অক্টাকোর মডেলের প্রসেসর ও মালি G52 মডেলের জিপিইউ রয়েছে । গেমিং প্রসেসর এর মত জনপ্রিয় প্রসেসর ব্যবহার করা হয়েছে এই মডেলটিতে ।
নেটওয়ার্ক
এইচএসপিএ নেটওয়ার্কের সাথে এলটিই নেটওয়ার্ক খুব সহজেই ফুল স্পিডের সংযোগের সঙ্গে রাখা যাবে । থ্রিজি ব্যান্ডে সর্বোচ্চ 2100mbps নেটওয়ার্ক উপভোগ করা যাবে প্রতি সেকেন্ডে এবং এর পাশাপাশি 4 জি নেটওয়ার্কে 42.2 এমবিপিএস নেটওয়ার্ক চালানো যাবে প্রতিসেকেন্ডে । সিম কার্ড স্লটে ডুয়েল সিম ব্যবহার করার সুবিধা রয়েছে । জিপিআরএস সিস্টেমের ব্যবহার তো থাকছেই । ওয়াইফাই এবং হটস্পট এর মত তারবিহীন নেটওয়ার্কগুলো ভালোভাবে চালানো যাবে ফুল স্পিডে ।
ব্যাটারি
lithium-polymer টাইপ ব্যাটারির ক্যাপাসিটিতে রয়েছে 6000এমএএইচ মিডিয়াম হাই কোয়ালিটির ব্যাটারি পারফরমেন্স । মোবাইলটির ব্যাটারি 15 ওয়াট দ্রুত চার্জ হবে । ফুল চার্জ ফোনটি কিন্তু টুকটাক ব্যবহারে দুইদিন চলে যাবে অনায়াসে ।
সিকিউরিটি
মোবাইলটির সাইড মাউন্টেডে মাল্টিপল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ব্যবহার করায় ব্যবহারকারী কিন্তু খুব সহজে তার ফোনটিকে আনলক করতে পারবে । শুধু ফিঙ্গারপ্রিন্ট নয় এর সাথে অ্যাক্সেলেরোমিটার, গায়েরো, প্রক্সিমিটি এবং কম্পাস এর মত জনপ্রিয় সিকিউরিটি পদক্ষেপ রাখা হয়েছে । নির্ভুল এবং সঠিকভাবে শনাক্তকরণে এই সিকিউরিটি সিস্টেম গুলো 100% কার্যকরী বলা যায় ।
গেমিং পারফরম্যান্স কেমন হবে ?
অনলাইন গেম গুলো খুব ভালোভবেই এই ফোনটি দিয়ে খেলা যাবে কেননা এই ফোনটিতে গেমিং প্রসেসর এর পাশাপাশি হিউজ পরিমাণে স্টোরেজ ব্যবহার করা হয়েছে । দীর্ঘস্থায়ী ব্যাটারি লাইফ দেওয়ার কারণে ফোনটি দিয়ে দীর্ঘক্ষন গেম প্লে করা যাবে । ভালো মানের গ্রাফিক্সের সাথে ফাস্টেস্ট স্পিডে গেম গুলো উপভোগ করা যাবে ।
রিলিজের সময় এবং প্রাইস
13 জুলাই, 2021 মডেলটিকে প্রথমবারের মতো মার্কেটে রিলিজ করা হয় । অফিশিয়াল ফোনটিকে সুরুম ছাড়াও দেশের মার্কেটে এভেলেবেল ভাবে পাওয়া যাচ্ছে । এই মোবাইলটির বাংলাদেশের মার্কেটে বাজারমূল্য মাত্র ৳18,000 টাকা ।
একটি মন্তব্য পোস্ট করুন